১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল থেকে ছেড়ে যাওয়া ট্রাকের ধাক্কায় শিশু নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৭ অপরাহ্ণ, ২০ মে ২০১৯

অনলাইন ডেস্ক:: মাদারীপুরে ট্রাকের ধাক্কায় মায়ের কোল থাকে ছিটকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে শিশুটির মা-বাবাসহ আরও দুজন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশু রাজৈর উপজেলার পৌর এলাকার হানিফ আকনের মেয়ে লাবনী আক্তার (৩)। দুর্ঘটনায় লাবনীর মা সোনিয়া আক্তার (২৪) ও বাবা হানিফ গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন হৃদয় মোল্লা (২৫) এবং রোমেদ আকন (৪৫)।

এই দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় লোকজনের অভিযোগ, মস্তফাপুর গোলচত্বরে গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশ ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা ট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলেন। ট্রাকচালকেরা পুলিশের চাঁদার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাঝেমধ্যে দ্রুতগতিতে গাড়ি চালান। এ কারণেই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাঁরা মস্তফাপুর গোলচত্বরে চাঁদামুক্ত রাখার দাবি জানায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, মস্তফাপুর বাজার থেকে একটি পায়েচালিত ভ্যানে ওঠেন হানিফ আকন ও তাঁর পরিবারের সদস্যরা। ভ্যানটি গোলচত্বরে এসে পৌঁছালে ফরিদপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বহন করা ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় লাবনী তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় শিশুটির মা-বাবাসহ চারজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিহত লাবনীর বাবা হানিফ আকনের অবস্থা গুরুতর থাকায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শিশুটির আত্মীয় রোমেদ আকন চিকিৎসাধীন অবস্থায় জানায়, ‘নিহত লাবনী ও তার পরিবারের সদস্যরা মস্তফাপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে মিষ্টি কিনে নানাবাড়ি রাজৈর উপজেলার নয়াকান্দি বাজিতপুরে যাচ্ছিলেন। মস্তফাপুর থেকে তাঁরা একটি পায়েচালিত ভ্যানে ওঠে। এর পরই পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাদের ধাক্কা দেয়।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘বরিশাল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে যাত্রী বহন করা ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ওই ভ্যানে থাকা এক শিশু তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেলে সে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি।’

আর মস্তফাপুর গোলচত্বরে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে পুলিশ ও শ্রমিক সংগঠন একে অন্যের কথা বলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘শ্রমিকদের কল্যাণের জন্য সংগঠনের পক্ষ থেকে চাঁদা ওঠানো হয় বলে জানি। পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।’

আর মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকদের কেউ চাঁদা ওঠায় না। ট্রাফিক পুলিশ এবং অন্য কিছু সংগঠন টাকা ওঠায়।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন