২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে ১২০ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২৫ লাখ টাকার অনুদান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৭ অপরাহ্ণ, ১২ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, বরিশাল::  বরিশালে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত ১২০টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে প্রায় ২৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের সহায়তায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাশিদা বেগম, ঝালকাঠী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন, বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী।
মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে ১২টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকার এবং বরিশাল জেলা পর্যায়ে ১০৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ২০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিভাগীয় কমিশনার। চেক বিতরণের পূর্বে অতিথিরা স্বেচ্ছাসেবী মহিলা সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন