১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে মাদক সংশ্লিষ্টতায় চেম্বার হারালেন দুই আইনজীবী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ২৬ জুন ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল আইনজীবী সমিতির অপেশাদার আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে আইনজীবী সমিতি। আজ (২৫ জুন) এক সভায় দুইজনের মেম্বারশিপ বাতিল করেছে।

বাকি পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বার কাউন্সিলে সুপারিশ করবেন বলে জানিয়েছেন সভাপতি ওবায়েদুল্লাহ সাজু।

তিনি জানান, আইন পেশার অন্তরালে সমাজ বিরোধী কর্মকান্ড পরিচালনা করায় বরিশাল অইনজীবী সমিতি দুজনের চেম্বার বাতিলেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরও পাঁচজনের মেম্বারশিপ বাতিল।

জানা গেছে, বেশ কয়েকজন আইনজীবী দির্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। এছাড়া আইনজীবী হয়েও অপেশাদার হিসেবে আদালতে নৈরাজ্য সৃষ্টি করছেন।এমন অভিযোগের প্রেক্ষিতে আজ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আ্যাডভোকেট মিলন ও লিখনের চেম্বার বাতিল করা হয়।

এছাড়া অ্যাডভোকেট রুমি, তানভির, মিজান, জুয়েল ও মাছুমের সনদ বাতিলের জন্য ঢাকা বার কাউন্সিলে সুপারিশ পাঠানো হবে বলে ওই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন