২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল রেঞ্জ পুলিশের অভিযানে ৫২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৭ অপরাহ্ণ, ২২ মে ২০১৮

বরিশাল রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলা থেকে ৫২ জনকে আটক করা হয়েছেন। আটকরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী বলে দাবি করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ৬১৩ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা, সাড়ে ৩ কেজি গাঁজার গাছ ও ৩০০ মিলিলিটার দেশি মদ তৈরির উপকরণ।

মাদকবিরোধী বিশেষ অভিযানে পটুয়াখালী জেলায় আটকের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় আটক করা হয়েছে ২২ জনকে। এছাড়া বিভাগের পিরোজপুর জেলায় ১১ জন, বরিশাল জেলায় ৯ জন, বরগুনা জেলায় ৪ জন, ঝালকাঠি জেলায় ৩ এবং ভোলায় ৩ জনকে আটক করা হয়েছে।

বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ বরিশালটাইমসকে জানান, পুলিশ সদর দফতরের নির্দেশে দেশব্যাপী চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় রেঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছে। আগামী ১০ রোজা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন