২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল র‌্যাবের অভিযানে ৫ হাজার কেজি পলিথিন উদ্ধার, মালিককে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪০ অপরাহ্ণ, ১৪ মার্চ ২০১৯

নিজস্ব প্রতিবেদক, রাজাপুর :: ঝালকাঠির রাজাপুর উপজেলার কেউতা গ্রাম থেকে সরকার নিষিদ্ধ ঘোষিত ৫ হাজার ২০০ কেজি পলিথিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব ০৮) একটি টিম। এসময় পলিথিন মালিক মো. ওসমান গণিকে আটক করে হয়েছে।

পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে তুলে বিচার ব্যবস্থার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা শর্তে মুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বরিশাল নগরীর রুপাতলী র‌্যাব সদর দপ্তর।

অর্থদণ্ডপ্রাপ্ত পলিথিন মালিক মো. ওসমান গণি ওই গ্রামের মৃত আশরাফুল আলী ছেলে।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ওসমান গণি বাসার সামনে ও একটি নৌকা থেকে ৫ হাজার ২০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এসময় মালিক ওসমান গণিকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন