২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল র‌্যাবের খাদ্য সহায়তা পেল আত্মসমর্পণ করা ২৮৭ জলদস্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ০৪ এপ্রিল ২০২০

নিজস্ব বার্তা পরিবেশক:: বাগেরহাটে আত্মসমর্পণ করা বনদস্যুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মোংলা ফরেস্ট ঘাটে তাদেরকে চাল, ডাল ও তেল দেওয়া হয়। এ সময় র‌্যাব-৮ এর কর্মকর্তা এএসপি মো. ইফতেখারুজ্জামানসহ বাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রামপাল উপজেলার ভাগা বাজারেও আত্মসমর্পণ করা দস্যুদের মাঝে র‌্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এদিন মোট ২৮৭ জন বনদস্যুর মাঝে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।

মো. ইফতেখারুজ্জামান বরিশালটাইমসকে বলেন- সরকারের আহ্বানে সাড়া দিয়ে সুন্দরবনের দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবনযাপনের জন্য র‌্যাবের মাধ্যমে সরকার তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে তাদের যাতে খাবারের কষ্ট না হয়, সেজন্য আমরা চাল, ডাল, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছি। এ সহায়তা অব্যাহত থাকবে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন