২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল র‌্যাবের ডিএডি ও এসআইকে আদালতে তলব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৪ অপরাহ্ণ, ০৮ নভেম্বর ২০১৮

ঝালকাঠি যুবলীগ নেতা মো. রফিকুল ইসলামকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাকে রাজাপুর পুলিশ হেফাজতে রেখেও নির্যাতন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঝালকাঠির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগ করেন কাঠালিয়া উপজেলার চেচরি রামপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম।

এই ঘটনায় বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) ডিএডি মো. জহিরুল ইসলাম ও রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী ফজলুর রহমানকে আদালতে তলব করা হয়েছে।

যুবলীগ নেতার আইনজীবী আদালতে বলেন- চেচরি রামপুর ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান মাধ্যমে র‌্যাব প্রভাবিত হয়ে গত মঙ্গলবার রাতে রফিকুল ইসলামকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়েছে। এমনকি এই ঘটনায় র‌্যাবের ডিএডি রাজাপুর থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করেন।

পরবর্তীতে তাকে থানা হেফাজতে রেখে তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী ফজলুর রহমান শাররিক ভাবে নির্যাতন করেছেন।

এই বিষয়টি আদালত অবহিত করে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তার শাস্তি দাবি করেন আইনজীবী।

যে কারণে আদালতের বিচারক মো: সেলিম রেজা পরবর্তীতে ধার্য দিনে বাদী র‌্যাবের ডিএডি মো. জহিরুল ইসলাম ও রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী ফজলুর রহমানকে সশরীরে আদালতে তলব করেন।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন