২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল র‌্যাবের হাতে চার ভুয়া ডাক্তার আটক, অত:পর…

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০০ অপরাহ্ণ, ১২ ডিসেম্বর ২০১৯

নিজস্ব বার্তা পরিবেশক:: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে চার ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার আটকের পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তুলে জেলা জরিমানা করা হয়েছে। পরে রাতে এক ইমেল বার্তা র‌্যাব বরিশাল সদর দপ্তর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

র‌্যাব অফিস সূত্র জানায়- উপজেলার গাওখালী বাজারে তারা নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পরে অভিযান চালিয়ে মো. আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ এবং মো. নিয়াজ মাহবুব নামের চারজনকে আটক আটক করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী তাদের মধ্যে সুব্রত মজুমদার, মো. আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ এই তিনজনকে ৬ মাসের কারাদণ্ড এবং মো. নিয়াজ মাহবুবকে ১০ হাজার টাকা জরিমানা দেন।

এছাড়া একটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন