১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বলিউডে আসছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০০ অপরাহ্ণ, ২৩ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: বলিউডের জন্য নিজেকে তৈরি করছেন ডিস্কো ডান্সার খ্যাত মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তীতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টে সে আভাসই পাওয়া যাচ্ছে। নিজের দারুণ সব ছবি নিয়মিতই শেয়ার করেন ইনস্টাগ্রামে। ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছেন তিনি।

সিনেমাটা বেশ ভালোই বোঝেন দিশানি। নিউইয়র্কের ফিল্ম একাডেমি থেকে ইতিমধ্যে স্নাতক শেষ করেছেন। এ বিষয়ে বেশ কয়েকটি প্রশিক্ষণও নিয়েছেন।

মিঠুন চক্রবর্তীর চার সন্তানের মধ্যে একমাত্র মেয়ে দিশানী চক্রবর্তী। তবে তিনি তার ঔরসজাত সন্তান নন।

দিশানীকে এক আস্তাকুঁড়ে ফেলে চলে যায় তার বাবা-মা। পত্রিকায় বিষয়টি পড়ে মিঠুন সিদ্ধান্ত নেন, তিনি ওই শিশুকে দত্তক নেবেন। স্ত্রী যোগিতা বালিও মিঠুনের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে মিঠুন শেষ পর্যন্ত ফুটফুটে সেই নবজাতিকাকে নিজের পরিবারে নিয়ে আসেন।

নিজের অন্য সন্তানদের থেকেও দিশানীকে বেশি আদর ও ভালবাসা দিয়ে যাচ্ছেন মিঠুন।

অভিনয়ের প্রতি বেশ আগ্রহ দিশানীর। বাবার অনুসারী হয়ে বলিউডে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী। তবে সুপারস্টার বাবার খ্যাতির ধারেকাছেও পৌঁছুতে পারেননি তিনি।

মিঠুনভক্তরা এখন তাকিয়ে আছেন দিশানীর দিকে। দিশানির বলিউড যাত্রা কেমন হয় সে প্রহর গুনছেন সিনেপ্রেমীরা।

তথ্যসূত্র: পিংকভিলা

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন