২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

`বসন্তের আগমনী’ ।। তনুশ্রী রানী ঘোষ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৭ অপরাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি ২০২১

`বসন্তের আগমনী’

তনুশ্রী রানী ঘোষ
==================
আজ বসন্ত দিয়েছে সাড়া,
              ফাগুন এসেছে ধরায়।
কৃষ্ণচূড়া, শিমুল সব নতুন পত্রছায়ায়
ফুটিয়েছে নতুন কুঁড়ি।
ওহে,বসন্ত যে আজি দিয়েছে পাড়ি,
অগণিত বসন্তের শেষে,
                 রুক্ষতা ফেলে পিছে
নতুন মনে ভেসে এসেছে যে দ্বারে।
দক্ষিনা বাতাসে এসে,
                সাতরঙা আবিরে মেখে,,,
রঞ্জিত বরণে, এসে ছিল এক ফাগুনে।
আকাশের রঙিন শোভা,
                   হাজারো পুষ্পের মেলা,,
তবুও একটা পুষ্প তারই জন্যে রাখা।
শীতের রুক্ষতা শেষে,
                  পত্রগুলো ঝরিয়ে
রামধনু ফাগুন এসেছিল মনে,,
দুলেছিল মন ফুলেও দোলায়
অপরূপ স্বর্গীয় উদ্দ্যানে।
ইংরেজি বিভাগ,১২তম ব্যাচ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন