১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় বড় জয়

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫২ অপরাহ্ণ, ১৫ নভেম্বর ২০১৮

পঞ্চম দিনে এসেও বোঝা যাচ্ছিল না, ম্যাচের ফল কি হবে। বাংলাদেশের হারের সম্ভাবনা ছিল না। তবে জিম্বাবুয়ে বেশ শক্ত প্রতিরোধ গড়েছিল। তবে প্রতিরোধ যতই করুক, শেষ পর্যন্ত পরাজয়ের ব্যবধানটা কিন্তু বড়ই হয়েছে সফরকারিদের।

জিম্বাবুয়ের সব প্রতিরোধ আর লড়াইকে পেছনে ফেলে ঢাকা টেস্টে বাংলাদেশ জিতেছে ২১৮ রানের বড় ব্যবধানে। সিরিজটাও শেষ করেছে ১-১ সমতায়। দেশের টেস্ট ইতিহাসে রানের হিসেবে এটি টাইগারদের দ্বিতীয় বড় জয়।

এর আগে এই জিম্বাবুয়ের বিপক্ষেই নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ২০০৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামে ২২৬ রানে জিতেছিল টাইগাররা।

আসলে শুধু এ দুটি নয়। রানের হিসেবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় পাঁচটি জয়ই এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। তৃতীয় অবস্থানে আছে ২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রামে পাওয়া ১৮৬ রানের জয়।

খুলনায় একই সিরিজে ১৬২ রানে জিতেছিল টাইগাররা। যেটি তাদের বড় জয়ের তালিকায় চার নাম্বারে। আর হারারেতে ২০১৩ সালে পাওয়া ১৪৩ রানের জয়টি পঞ্চম স্থানে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন