২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাংলায় শিশুদের অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখাবে ফেইসবুক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:২৬ অপরাহ্ণ, ৩১ অক্টোবর ২০১৮

ইন্টারনেট ও প্রযুক্তিপণ্যের সহজলভ্যতার কারণে অনেক শিশুই নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে। কেউ বা আবার ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটেও ঢুঁ মারেন। কিন্তু প্রয়োজনীয় জ্ঞানের অভাবে সাইবার হামলার শিকার হয় অনেকেই। বিষয়টি মাথায় রেখে এবার নিজেদের ‘ডিজিটাল লিটারেসি লাইব্রেরি’ নামের প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালায়লাম ভাষা যুক্ত করেছে ফেইসবুক। শুধু তা-ই নয়, শিশুদের জন্য নিরাপত্তাবিষয়ক হ্যাকাথনও আয়োজন করবে তারা। প্রাথমিকভাবে ভারতে এ কার্যক্রম চালানো হবে। ভারতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়া সেফটি সামিট’ এ এসব তথ্য জানান ফেইসবুকের নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্টিগন ডেভিস।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন