১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবি শিশুদের বর্ণমিছিল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১২ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও সর্বত্র বাংলা ব্যবহারের দাবি জানিয়ে বরিশালে বর্ণমিছিল ও ভাষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরী এ.কে ইন্সটিটিউট প্রাঙ্গনে এই বর্ণমিছিল ও ভাষা সমাবেশের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বরিশালে অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুঃসাহসী (দি অডেশাস্) এর আয়োজন ও এ.কে ইন্সটিটিউট’র সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, বরিশাল সচেতন নাগরিক কিমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, খেয়ালী গ্রæপ থিয়েটার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু, এ.কে ইন্সটিটিউটের প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন প্রমুখ। দি অডেশাস্ এর সংগঠক সাঈদ পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলন- এ.কে ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক বশির আহমেদ, বরিশাল খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এলর্বাট রিপন বল্লভ, সংগঠক সাজ্জাদ নয়ন, দি অডেশাস্ এর সাধারণ সম্পাদক সানজিদা বৃষ্টি পপি, সহ-সভাপতি দুর্জয় সিংহ জয়, সৌরভ কর্মকার এবং শুভ সিকদার প্রমুখ।

দি অডেশাস্ এর সংগঠক সাঈদ পান্থ বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বাংলা ভাষাকে আনন্দদায়ক করে তুলতে হবে। ইংরেজি জানাটাই স্মার্টনেস নয়। বাংলা না জানাটা স্মার্ট না হওয়ার প্রথম পদক্ষেপ। বর্তমান প্রজন্ম ইংরেজি ব্যবহার করে সবচেয়ে বেশি। ইংরেজিকে পরস্পরবিরোধী না করে ইংরেজির পাশাপাশি বাংলাও শুদ্ধভাবে জানতে হবে। তবে বাংলা ভাষা ব্যবহারে নতুন প্রজন্মকে আরও উৎসাহী করে তুলতে হবে। বাংলাটা ভালভাবে জানলে এই প্রজন্ম অনেক স্মার্ট হতে পারবে।’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন