১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাউফলে কোরবানীর বর্জ্য সরিয়ে নিতে বলায় মাদ্রাসায় হামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০২ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০২১

বাউফলে কোরবানীর বর্জ্য সরিয়ে নিতে বলায় মাদ্রাসায় হামলা

মোঃ জসীম উদ্দিন, বাউফল >> পটুয়াখালীর বাউফলে কোরবানীর চামড়া ও বর্জ্য সরিয়ে নিতে বলায় কুরান সুন্নাহ দাখিল মাদ্রাসায় মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্ত দল লাঠিসোটা নিয়ে মাদ্রাসায় হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার ঘটনার সময় চালালে প্রাণ রক্ষার্থে সুপার আবু ইউসুপ ও সহ সুপার আবু হানিয় মাদ্রাসার একটি কক্ষে ঢুকে আত্মগোপন করে প্রাণে রক্ষা পায়। পরে স্থানীয় চেয়ারম্যান নেছারউদ্দিন জামালের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসার সুপার আবু ইউসুপ বাদীঢ হয়ে বাউফল থানায় অভিযোগ দাখিল করে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠির কুরআন সুন্নত দাখিল মাদ্রাসার মাঠে কোরবানির গরু জবাই করে বারান্দায় বসে কোটা হয়। এ সময় চামড়া, মল মূত্র, রক্ত ও হাড্ডি ফেলে রাখা হয়। ঘটনার দিন ওই মাদ্রাসার সুপার আবু ইউসুফ ও সহসুপার আবু হানিফ, শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র বুঝিয়ে দিতে মাদ্রাসায় গেলে, মাদ্রাসার বারান্দায় থাকা বর্জ্য রক্ত, চামড়া পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পরে। সুপার আবু ইউসুপ ও সহসুপার আবুহানিফ স্থানীয় মুজাহিদুল ইসলামকে মুঠোঠোনে বর্জ্য সরিয়ে নিতে বলায়, ক্ষিপ্ত হয়ে মুজাহিদ, বশার ও মালেকের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে মাদ্রাসায় হামলা চালায়। একপর্যায়ে তারা প্রাণ রক্ষার্থে মাদ্রাসার একটি কক্ষে তারা আত্মগোপন করে। পরে স্থানীয় চেয়ারম্যান নেছার উদ্দিন জামাল তাদের উদ্ধার করে।

এ বিষয়ে মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, হামলার কোন ঘটনা ঘটেনি, তর্ক-বিতর্ক হয়েছে।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন