২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাউফলে জেলেদের হামলায় আহত পুলিশ সদস্য’র মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৭ অপরাহ্ণ, ২৫ নভেম্বর ২০২১

বাউফলে জেলেদের হামলায় আহত পুলিশ সদস্য’র মৃত্যু

মোঃ জসীম উদ্দিন, বাউফল >> পটুয়াখালীর বাউফলের সন্তান চাঁদপুর নৌ পুলিশ সদস্য চাাঁদপুরের নদীতে মৎস্য অভিযানে গিয়ে অসাধু জেলেদের হামলায় গুরুত্বর আহত মোহাম্মদ কবির সর্দার (৩৫) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ নভেম্বর) রাতে মৃত্যু বরণ করেছেন।

নিহত ওই নৌ পুলিশ সদস্য মোহাম্মদ কবির সর্দার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজ্জাক সর্দারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষার্থে মৎস্য অভিযান চলতি বছরের ৪ঠা অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলমান সময় কবির সর্দার চাঁদপুর নৌ পুলিশ জোনে কর্মরত থাকাকালীন গত (২১ অক্টোবর ) সকাল সাড়ে নয়টায় চাঁদপুর নদীতে ডিউটিরত অবস্থায় মাছ ধরা জেলেরা নৌ পুলিশের ওপর অর্তকিত হামলা চালায়। সেই হামলায় কবির সর্দার গুরুত্বর আহত হলে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা চলাকালীন বুধবার (২৪ নভেম্বর ) রাত ১১টার দিকে তিনি মৃত্যু বরন করেন। তার ৬ বছরের একটি ছেলে সন্তান আছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের বাড়ি বাউফলে নৌ পুলিশ সদস্য কবির সর্দারের লাশ নিয়ে আসা হয়েছে। তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন