১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাউফলে তাপস হত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ অব্যাহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৬ অপরাহ্ণ, ২৮ মে ২০২০

বার্তা প্রতিবেদক, পটুয়াখালী :: পটুয়ালীর বাউফলে যুবলীগ কর্মী তাপস হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকালে বাউফল পৌরশহরে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ও পূজা উদযাপন পরিষদ।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ও পূজা উদযাপন পরিষদ।

এর আগে গত বুধবার বিকালে কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করেছে কয়েক হাজার মানুষ। মঙ্গলবার বিকালে তাপস হত্যায় জড়িতদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে করেছে বগা ইউনিয়ন আওয়ামী লীগ।

এ ছাড়া তাপস হত্যার প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সব মিলিয়ে যুবলীগকর্মী তাপস হত্যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাউফল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত রোববার দুপুরে বাউফল থানা কমপ্লেক্সের সীমানা দেয়াল থেকে মাত্র ৭০ ফুট দূরে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবার্তা সংবলিত তোরণ নির্মাণ নিয়ে এমপি ও মেয়র গ্রুপের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। সেখানে পুলিশ সদস্যদের সামনেই তাপসকে চুরিকাঘাত করা হয়। এতে চিকিৎসাধীন ওই দিন রাত সাড়ে ৭টার দিকে মারা যান তাপস।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন