২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাউফলে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৬ অপরাহ্ণ, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক,পটুয়াখালী :: পটুয়াখালীর বাউফলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)’র সৌর শক্তি উন্নয়ন কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও হতদরিদ্র্য মানুষের মাঝে ‘বিনামূল্যে সোলার হোম সিস্টেম’ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ওই বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পিডিবিএফ’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- পিডিবিএফ’র পটুয়াখালী অঞ্চলের উপ-পরিচালক মো. আব্দুর রহমান, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা।
বাউফল উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ মসজিদ মন্দিরসহ ১শ’টি হতদরিদ্র্য পরিবারের মাঝে বিনামূল্যে হোম সোলার সিস্টেম বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে একটি সোলার প্যানেল, ব্যাটারি, চারটি বাতি, একটি ফ্যান।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন