২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাউফলে ভুয়া চক্ষু চিকিৎসকের রমরমা বাণিজ্য

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২২ অপরাহ্ণ, ০৫ সেপ্টেম্বর ২০২১

বাউফলে ভুয়া চক্ষু চিকিৎসকের রমরমা বাণিজ্য

মোঃ জসীম উদ্দিন, বাউফল >> বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সনদ ছাড়াই পটুয়াখালীর বাউফলে চেম্বার খুলে চোখের রোগী দেখছেন আর এম হাসান নামে এক ব্যক্তি। বাউফল হাই স্কুল রোডস্থ আই ফ্যাশন নামে একটি চশমা বিক্রেতার দোকানে প্রতি শুক্রবার রোগী দেখেন তিনি। কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই ব্যবস্থাপত্রে লিখছেন এন্টিবায়োটিক ওষুধ। শুধু তাই নয়, আগত রোগীদের সামলানোর জন্য রাখা হয়েছে একজন রিসেপশনিস্ট। পুরো চিত্র দেখে বোঝার উপায় নেই যে তিনি একজন প্রকৃত চিকিৎসক নন।

এ বিষয়ে আর এম হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রেসক্রিপশন করার অধিকার না থাকলেও মানবিক কারণে রোগীদের চিকিৎসা দিচ্ছেন তিনি।

এ বিষয়ে আই ফ্যাশনের মালিক মো. খলিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, চোখের ভালো চিকিৎসক না পাওয়ার কারনেই মূলত তিনি ওই চিকিৎসককে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, এ বিষয়ে তাঁকে সতর্ক করা হয়েছে। তিনি যদি সতর্ক না হয়ে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন