২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাউফলে মাছের পোনা অবমুক্তকরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৭ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০২১

বাউফলে মাছের পোনা অবমুক্তকরণ
মোঃ জসীম উদ্দিন, বাউফল >> বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর বাউফলে সরকারি খাল, প্রাতিষ্ঠানিক পুকুর ও প্লাবনভূমিতে কাপ জাতের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পেনা অবমুক্ত করেকার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত) মোঃ আল আমিন, বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়ার মৎস কর্মকর্তা মোঃ মাহবুব আলম (ঝান্টা)তালুকদার বলেন, বন্যায় প্লাবিত ধান ক্ষেত, প্লাবনভূমি, সরকারি খাল ,প্রতিষ্ঠানিক পুকুরসহ মোট ১৪ টি জলাশয়ে ৪শত ৮২ কেজি রুই,কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন