২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাউফলে সংখ্যালঘু ব্যাবসায়ীর দোকান দখল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৩ অপরাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০২০

বার্তা পরিবেশক, বাউফল:: পটুয়াখালীর বাউফলে রবিবার সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বাজারে এক সংখ্যালঘু ব্যাবসায়ীর দোকানঘর জোর করে দখল করে নিয়েছে প্রভাবশালী এক বিএনপি নেতা। এ ঘটনায় বাউফল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বাজারে পরিতোষ হালদার তার পৈত্রিক সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করে বীজ ও সারের ব্যবসা করে আসছেন। ঘটনার দিন সকাল ৯ টার দিকে স্থানীয় বিএনপি নেতা ফারুক হাওলাদারের (৪২) নেতৃত্বে মাসুম হাওলাদার (৩৮), দেলোয়ার হোসেন (৪৮) আবুল হাওলাদার (৫২) জাফর উল্লাহ (৪৫) জাকির উল্লাহ (৫০) রিয়াজ হাওলাদার (২৮) এবং যুবরাজ উল্লাহ(২৮) দোকানঘরে ঢুকে মালামাল ফেলে দিয়ে দোকান ঘরটি দখল করে নেয়।
এবিষয়ে দখলদার ফারুকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বরিশালটাইমসকে বলেন, ‘পরিতোষ হাওলাদারের স্ত্রী কাজল রানী থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন