২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বাউফলে সংঘর্ষে নারীসহ আহত ১০

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২৭ অপরাহ্ণ, ১৮ আগস্ট ২০১৯

বাউফলের কেশবপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের আনছার খানের সাথে হানিফ খান গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন সকাল ৬টার সময় আনছার খানের ছেলে ইমরান (১৮) গরুর খাবার দেয়ার সময় হানিফ খান গ্রুপের রুবেল, জামাল, হাসান, রেজাউল, মোতালেব ও মান্নানসহ ২০-২৫ জন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে ইমরানের ভাই ফয়সাল (২০) ও ইকবাল (১৬) এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে জখম করে।

জীবন বাঁচাতে একপর্যায়ে তারা দৌঁড়ে ফুফা হালীম গাজীর ঘরে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাদের মারধর করে। হামলাকারীরা এসময় হালীম গাজী ও তার স্ত্রী আলেয়া বেগমসহ কমপক্ষে ১০জনকে পিটিয়ে জখম করে এবং ঘর ভংচুর করে। সকাল ৬ টা থেকে ৮টা পর্যন্ত ২ঘন্টা এ হামলা চালানো হয়।

আনছার খান অভিযোগ করেন, তিনি একজন গরুর খামারী। হামলাকারীরা ঘর থেকে গরু বিক্রির নগদ ২ লাখ টাকা ও ৪টি মোবাইল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে গুরুতর আহত ইমরান, ফয়সাল ও ইকবালকে উদ্ধার করে বাউফল হাসপাতালে এনে ভর্তি করে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন