১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাউফলে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার: তিন ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৫ অপরাহ্ণ, ১৪ মে ২০২২

বাউফলে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার: তিন ব্যবসায়ীকে জরিমানা

মো. জসিম উদ্দিন, বাউফল :: পটুয়াখালীর বাউফল পৌর শহরের বাজার রোড এলাকায় সয়াবিন তৈল মজুত, মূল্য, তালিকা ও লাইসেন্স না থাকার অভিযোগে ৩টি মুদি ও মনোহরি দোকানে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯/৪৫ ধারায় ভ্রম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে লোকনাথ ভান্ডারে ৬ হাজার ৭শ লিটার সয়াবিন তেল মজুত করার অভিযোগে ৫০ হাজার, গৌতাম সাহার দোকানে মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার অপরাধে ৫ হাজার ও মা কালী ভান্ডারে একই অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন শনিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। এসময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজেদুর রহমান।

 

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন