২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাকেরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০০ অপরাহ্ণ, ০৪ ডিসেম্বর ২০১৯

নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশালের বাকেরগঞ্জ সরকারি ভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার সহকারি কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাসস্ট্যান্ড থেকে বোয়ালিয়া বাজার এবং সরকারি বাকেরগঞ্জ কলেজ গেটের বাউন্ডারি দেয়ালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা করেন। এই অভিযানে বাকেরগঞ্জ থানার পুলিশের একটি টিম উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা দিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়- উল্লেখিত স্থানসমুহের অবৈধ স্থাপনা অন্যত্র সরিয়ে নিতে মালিকদের একাধিকবার নোটিস দেওয়া হয়। কিন্তু তারা কর্ণপাত না করায় সর্বশেষ উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেয়। যার অংশ হিসেবে বুধবার পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার মো. তরিকুল ইসলাম বরিশালটাইমসকে জানান, ৫০টির অধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া বেশকিছু প্রতিষ্ঠান অভিযানের আগেই সরিয়ে নেওয়া হয়।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন