২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাজেটে টেকসই উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে: এমপি শাওন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৬ অপরাহ্ণ, ১৯ জুন ২০২১

বাজেটে টেকসই উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে: এমপি শাওন

নিজস্ব প্রতিবেদক, লালমোহন >> ভোলা ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০২১-২০২২ অর্থবছরের বাজেট যথাযথভাবে কার্যক্রম বাস্তবায়ন ও অংশীজনদের সম্পৃক্ততা নিশ্চিত করতে এই বাজেটে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।

একই সঙ্গে শেখ হাসিনা সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যতা রেখে রূপকল্প-২০৪১ এবং ডেল্টা পরিকল্পনা ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার সকালে লালমোহন পৌরসভা হলরুমে মাসিক সাধারণ সভায় এমপি শাওন এসব কথা বলেন। পরে পৌরসভার উন্নয়নে আয় ও ব্যয়ের খাত তুলে ধরে ১০৮ কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন।

মেয়র এমদাদুল ইসলাম তুহিন’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন