২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বানারীপাড়ায় বিদ্যুৎ স্পর্শ দুই শ্রমিক মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২০

বার্তা প্রতিবেদক, বানারীপাড়া:: বানারীপাড়ায় বিদ্যুৎ স্পর্শ হয়ে দু’জন ইমারত শ্রমিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। জানা গেছে বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের ময়দার মিল সংলগ্ন সড়কের ওপরে ডাক্তার খলিলুর রহমানের নির্মাণাধীন বহুতল ভবনে এ গুরতর দূর্ঘটনা ঘটে।

১৫ জানুয়ারি দুপুর দেড়টার সময় ওই নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত লাল খানের ছেলে চান্দু খান (৫৫) ও সদর ইউনিয়নের মাছরং গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে আব্দুর রহমান (৭০) বিদ্যুৎ স্পর্শে আহত হন। দু’জন শ্রমিকের আহত হওয়ার খবর পেয়ে তড়িৎ বানারীপাড়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জাহিদ হোসেন ঘটনা স্থলে ছুটে গিয়ে আহতদের বানারীপাড়া ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহমেদ ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জাহিদ হোসেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আব্দুর রহমানের অবস্থা আশঙ্কা জনক বলে জানাগেছে। স্থানীয় সুত্রে জানাগেছে ডাক্তার খলিলুর রহমানের নির্মাণাধীন ভবনটি অনেকটা সড়কের মধ্যে এবং ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার ঘেষে নির্মাণ করায় এ দূর্ঘটনা ঘটেছে। তারা আরও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন প্রকার তদারকি লক্ষ করা যায়নি ওই ভবনটি নির্মাণের সময়।

 

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন