২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বাবরি মসজিদ রায় নিয়ে ফেসবুকে পোস্ট : গ্রেপ্তার অর্ধশতাধিক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৬ অপরাহ্ণ, ১১ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: শনিবার ভারতের বহুল আলোচিত বাবরি মসজিদ বা অযোধ্যা মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এই রায় নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রচেষ্টার কারণে ৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির উত্তর প্রদেশ রাজ্য থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ওই রায় ঘোষণার পর উত্তর প্রদেশ রাজ্য পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি চালাচ্ছে। গত ২ দিনে ৩৪ টি মামলা দায়ের করেছে পুলিশ। এ ছাড়া ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তর প্রদেশের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে ৮ হাজার ২৭৫ টি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার বিতর্কিত বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্ট। মামলার রায়ে বলা হয়, বাবরি মসজিদের বিতর্কিত ওই জমি সরকার পরিচালিত একটি ট্রাস্টের হাতে তুলে দেয়া হবে। সেখানে একটি রামমন্দির নির্মাণ করবে ট্রাস্ট। মসজিদ নির্মাণের জন্য শহরের অন্য কোনো জায়গায় মুসলমানদের ৫ একর জমি দেওয়া হবে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন