১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবা দিবসে আহমেদ মুন্নার কবিতা ‘তিনিই তো বাবা’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৯ পূর্বাহ্ণ, ২১ জুন ২০২১

তিনিই তো বাবা’
✪____________ আহমেদ মুন্না

যার হাত ধরে প্রথম হাঁটতে শিখেছি-
তিনিই তো বাবা,
যার হাত ধরে প্রথম পৃথিবী চিনেছি-
তিনিই তো বাবা,
যার হাত ধরে প্রথম মেলায় গিয়েছি-
তিনিই তো বাবা,
যার হাত ধরে প্রথম নামাজ পড়েছি-
তিনিই তো বাবা।

যার কাঁধে চড়ে দারুণ দুষ্টুমি করেছি-
তিনিই তো বাবা,
যার পিঠে চড়ে হাতি-ঘোড়া খেলেছি-
তিনিই তো বাবা,
যার বুকে মাথা রেখে নিশ্চিন্তে শুয়েছি-
তিনিই তো বাবা,
যার চোখে চোখ রেখে ত্রিভুবন দেখেছি-
তিনিই তো বাবা।

যিনি অন্ন যোগাতে মুখে ছুটেছেন ক্লান্তিহীন-
তিনিই তো বাবা,
যিনি ঘুম পাড়াতে মোরে হয়েছেন নিদ্রাহীন-
তিনিই তো বাবা,
যিনি ছায়া হয়ে নিজে খড়তাপে পুড়েছেন-
তিনিই তো বাবা,
যিনি ছাতা হয়ে নিজেই বৃষ্টিতে ভিজেছেন-
তিনিই তো বাবা।

যিনি গহীন আঁধারে আলোর পথ দেখিয়েছেন-
তিনিই তো বাবা,
যিনি পরম আদরে সকল দুঃখ ভুলিয়েছেন-
তিনিই তো বাবা,
যিনি থাকলে পাশে থাকে অসীম নির্ভরতা-
তিনিই তো বাবা,
যিনি থাকলে বেঁচে এই জীবনের সার্থকতা-
তিনিই তো বাবা।

লেখাঃ আরিফ আহমেদ মুন্না
(সাংবাদিক, কলামিস্ট, লেখক ও কবি)
প্রথম প্রকাশঃ ১৯ জুন, ২০১৬।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন