২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জের দেহেরগতিতে আওয়ামী লীগের শোকর‌্যালি ও দোয়ানুষ্ঠান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৪ অপরাহ্ণ, ২৩ আগস্ট ২০১৯

বাবুগঞ্জের দেহেরগতিতে আওয়ামী লীগের শোকর‌্যালি ও দোয়ানুষ্ঠান

✪ আরিফ আহমেদ মুন্না ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে শোকর‌্যালি, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কাঙ্গালিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। দেহেরগতি ইউপির সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুদ্ধকালীন বেইজ কমান্ডার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক রতন আলী শরীফ, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান ও মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, আমির হোসেন মাস্টার, যুগ্ম-সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃধা আকতারুজ্জামান মিলন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহিনুর রহমান সাহিন, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুর রহমান অপু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার সিকদার, আবদুর রশিদ খান, পলাশ সিকদার, আলাউদ্দিন পেয়াদা, যুবলীগ নেতা সুজন আহমেদ ফকির, আসাদুজ্জামান মেনন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম আতিক প্রমুখ।

আলোচনা সভার আগে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের নেতৃত্বে একটি শোকর‌্যালি সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজের ক্যাম্পাসসহ সম্মুখের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এক মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মোস্তফা খান। মোনাজাত শেষে সন্ধ্যায় কাঙ্গালিভোজ অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মহিলাসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। #

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন