১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জের ৪টি ইটভাটা মালিককে সাড়ে সাত লাখ টাকা জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০০ অপরাহ্ণ, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪টি ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

অভিযান সূত্রে জানা গেছে- অবৈধভাবে ইট প্রস্ততের অপরাধে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিয়া এলাকার মেসার্স ফাইন ব্রিকসের মালিক মো. আব্বাস উদ্দিনকে দুই লাখ টাকা, একই এলাকার মেসার্স মাস্টার ব্রিকসের ম্যানেজার আনোয়ার হোসেনকে এক লাখ টাকা, মেসার্স সালাম ব্রিকসের ম্যানেজার মো. আনিসুর রহমানকে দুই লাখ টাকা ও মেসার্স আকন ব্রিকসের প্রোপাইটর মো. মিল্টন আকনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী বরিশালটাইমসকে বলেন- অবৈধ ইটভাটাবিরোধী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে বিভিন্ন সংস্থা অভিযানে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানান তিনি।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-৮ এর এএসপি মুকুর চাকমার নেতৃত্বে একটি দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত ছিলেন।’’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন