২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে আয়কর বার্তার উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ২৪ মে ২০২০

বাবুগঞ্জে আয়কর বার্তার উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

✪ নিজস্ব প্রতিবেদক ॥ করোনার প্রভাবে বাবুগঞ্জ উপজেলায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র-অসহায় ও দুঃস্থদের জন্য ঈদের খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় মাসিক আয়কর বার্তার সম্পাদক, বিমানবন্দর প্রেসক্লাবের আইন সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ঢাকা ট্যাক্সেস বার শাখার প্রচার সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। রোববার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামে তার নিজ বাড়ির আঙিনায় উপস্থিত প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে চাল, চিনি, সেমাই, গুঁড়া দুধ ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন তিনি।

জাতীয় মাসিক আয়কর বার্তার উদ্যোগে দরিদ্র-অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদের ওই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির বাবুগঞ্জ উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না। এসময় বিমানবন্দর প্রেসক্লাব সম্পাদক রোকনুজ্জামান সোহাগ, কার্যনির্বাহী সদস্য আল-আমিন হাওলাদার, মাসিক আয়কর বার্তার বিমানবন্দর প্রতিনিধি মাসুদ হাওলাদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাদল চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদের ওই খাদ্য সহয়তা প্রদান প্রসঙ্গে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, ‘করোনাভাইরাস নামের এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় যেখানে পৃথিবীর সমৃদ্ধশালী উন্নত রাষ্ট্রগুলোই আজ হিমসিম খাচ্ছে সেখানে বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের উন্নয়নশীল দেশের সরকারের একার পক্ষে এই দুর্যোগ মোকাবেলা করা কঠিন। এজন্য সরকারের পাশাপাশি মানবতার জয়গান নিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়ালে তবেই দেশ ক্ষুধামুক্ত হবে। প্রত্যেকে নিজ নিজ এলাকায় একটু দায়িত্ব নিয়ে কাজ করলে করোনা জয় সম্ভব। সেই চিন্তা থেকেই আয়কর বার্তার এই ক্ষুদ্র প্রচেষ্টা।’

ত্রাণ বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি ও উদ্বোধক বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না বলেন, ‘জাতীয় মিডিয়া তালিকাভুক্ত মাসিক আয়কর বার্তার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন আইন সম্পাদক এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য। এছাড়াও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ঢাকা ট্যাক্সেস বার শাখার প্রচার সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন বিভিন্ন জনসেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছেন তিনি। সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সময়ে তার নেওয়া মানবিক উদ্যোগগুলো সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হতে পারে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন