২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাবুগঞ্জে ইলিশের জাল পেলেন ৪০ জেলে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৪ অপরাহ্ণ, ০৭ মে ২০২৩

বাবুগঞ্জে ইলিশের জাল পেলেন ৪০ জেলে

আরিফ আহমেদ মুন্না >> বাবুগঞ্জে নদীতে মাছ ধরার জন্য দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে সরকার অনুমোদিত ফাঁসের জাল বিতরণ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রোববার (৭ মে) উপজেলা পরিষদ চত্ত্বরে ৪০ জন জেলের মাঝে অনুদানের ওই জাল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে ইলিশের জাল বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা শশীর সভাপতিত্বে জাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রাণী পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সুপারভাইজার সাইফুল ইসলাম আতিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ‘দরিদ্র-অসহায় মানুষের পুনর্বাসনে নিরলস কাজ করে যাচ্ছেন মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশ- বাবুগঞ্জের কোনো মানুষ অসহায় থাকবে না। না খেয়ে থাকবে না। কয়েকদিন আগে আমি সৌদিতে পবিত্র ওমরাহ পালন করে এসেছি। সেখানেও আমার অভিভাবক জননেতা আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশে হাজীদের মাঝে খাবার বিতরণ করেছি।’

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রাণী পাল জানান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাবুগঞ্জ উপজেলার ৪০ জন পেশাদার এবং হতদরিদ্র জেলেকে যাচাইবাছাই করে ৮টি গ্রুপের মাধ্যমে ৫ জন করে ভাগ করা হয়। তাদের প্রত্যেককে সরকার নির্ধারিত ফাঁসের ১ হাজার ৮০০ ফুট করে ইলিশ ধরার উন্নত মানের জাল বিনামূল্যে প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় উপজেলার আরও শতাধিক দরিদ্র জেলেকে পুর্নবাসন করা হবে, যে কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন