২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাবুগঞ্জে এবার প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দিলেন ছাত্রলীগ সভাপতি জয়

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ৩০ এপ্রিল ২০২০

বাবুগঞ্জে এবার প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়

আরিফ আহমেদ মুন্না করোনাভাইরাসের প্রভাবে বাবুগঞ্জ উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। বৃহস্পতি ও বুধবার বাবুগঞ্জ উপজেলার মোট ১ হাজার পরিবারের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে ভাগ করে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট দরিদ্র-অসহায় মানুষের হাতে পৌঁছে দেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর এই ত্রাণ বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান এবং সমন্বয় করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল আহমেদ আজাদ।

বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৩ কেজি আলু এবং ১ কেজি ডাল। এ খাদ্য সহায়তা প্রদানের আগে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ৫০টি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), শরীর স্পর্শ না করে জ্বর নির্ণয়ের জন্য ২ বক্স ইনফ্রারেড থার্মোমিটার, ৪ কার্টন সেফটি গগলস ও সার্জিক্যাল মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক উপকরণ দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। গত ১৩ এপ্রিল বাবুগঞ্জ ও মুলাদীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)দের হাতে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির সৌজন্যে পাওয়া প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তার মধ্যে ৫ মেট্রিক টন চাল, ৩ মেট্রিক টন আলু ও ১ মেট্রিক টন ডাল দিয়ে মোট ১ হাজার প্যাকেট তৈরি করা হয়েছে এবং তা বাবুগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ভাগ করে বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়ের বাড়ি বাবুগঞ্জ উপজেলায় হওয়ার সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি নিয়মিত বরাদ্দের অতিরিক্ত এই স্পেশাল খাদ্য সহায়তা পেয়েছি আমরা।’

এ প্রসঙ্গে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের কৃতি সন্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘উপজেলা পর্যায়ে করোনা মোকাবেলায় শ্রমজীবী দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রলীগের মাধ্যমে খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়ক বিভিন্ন উপকরণ দিয়েছেন মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা আমাদের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনা অনুসারে করোনা প্রতিরোধে প্রথম থেকেই দেশব্যাপী প্রতিনিয়ত বিভিন্ন কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে বঙ্গবন্ধুর হাতেগড়া আদর্শিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।’ #

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন