১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাবুগঞ্জে কৃষক থেকে ধানক্রয় কর্মসূচির উদ্বোধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ২০ মে ২০২২

বাবুগঞ্জে কৃষক থেকে ধানক্রয় কর্মসূচির উদ্বোধন

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে সরকারের ধানক্রয় কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মে) উপজেলা খাদ্যগুদামে ওই বোরো ধান সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম।

উদ্বোধনকালে বিশেষ অতিথিদের মধ্যে সেখানে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহঃ আক্তার-উজ-জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, খাদ্য কর্মকর্তা রুবিনা পারভীন এবং খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) মোঃ আবু ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী, ইউপি সদস্য জাকির হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ মামুন, সাংবাদিক আল-আমিন হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবছর কৃষকের কাছ থেকে মোট ৪৭৪ মে.টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর্দ্রতামুক্ত প্রতি কেজি ধানের মূল্য এবার ২৭ টাকা নির্ধারণ করেছে সরকার এবং সেটা বাজারমূল্যের চেয়ে বেশি। এতে কৃষক লাভবান হবে বলে জানান উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু ইউসুফ আলী।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন