২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৪ অপরাহ্ণ, ১৮ জুলাই ২০১৯

✪ আরিফ আহমেদ মুন্না ॥ “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান খান। পরে সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে মৎস্যজীবীদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।

সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহআলম বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব, কৃষি কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহমান, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, মৎস্যজীবী সমিতির নেতা শাহজাহান বেপারি, সফল মৎস্য চাষী রিতা রানী, দলিল উদ্দিন মোল্লা প্রমুখ। আলোচনা সভার আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাবুগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর। বুধবার দিনভর মাইকিং ও বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুক্রবার মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্রের প্রদর্শনী, শনিবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, রোববার মীরগঞ্জ বাজারে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও প্রামাণ্য চিত্রের প্রদর্শনী এবং সোমবার মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্য খামারি ও চাষীদের পুরস্কৃত করা হবে বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। #

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন