২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৭ অপরাহ্ণ, ১০ নভেম্বর ২০১৮

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কয়লাভর্তি ট্রাকের চাপায় অটোরিকশা চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন ক্ষুদ্রকাঠী এলাকায়।

এই দুর্ঘটনার পর বাবুগঞ্জ-মীরগঞ্জ সড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার রুপম (৩৫)। বাকি দুইজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রহমান মুকুল বরিশালটাইমসকে জানান- বাবুগঞ্জ স্টিলব্রিজ এলাকা থেকে ৭ যাত্রী নিয়ে অটোরিকশাটি রহমতপুর যাচ্ছিল। পথিমধ্যে ক্ষুদ্রকাঠী এলাকায় পৌঁছালে কয়লাবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ সাত যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে চালকসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- সুমন (১৮), সাইদুল (১৮), নাজমুল (৪০), তাইজুল (৩৫) ও নাজমুল হুদার (৩০)।

এই ঘটনায় ঘাতক ট্রাক ও অটোরিকশাটি আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি রহমান।

শেবাচিমের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন- আহতদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন