২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাবুগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রহমতপুর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০১৯

বাবুগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রহমতপুর

✪ আরিফ আহমেদ মুন্না > বাবুগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বৃহস্পতিবার বিকেলে রহমতপুর ইউনিয়ন দল ৬-০ গোলে জাহাঙ্গীরনগর ইউনিয়ন দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী রহমতপুর ইউনিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, বরিশাল জেলা পরিষদ সদস্য মাইনুল হোসেন পারভেজ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপজেলা আহবায়ক বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহজাহান মানিক, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শাহ আলম সিকদার, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, টুর্নামেন্টের প্রচার ও প্রচারণা উপ-কমিটির আহবায়ক এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য সচিব আরিফ আহমেদ মুন্না।

সমাপনী অনুষ্ঠানে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খানপুরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.জ.ম শামসুল আলম, উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচ.এম আবু সুফিয়ান, সহ-সভাপতি আসাদুজ্জামান মেনন, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, যুবলীগ নেতা সাইদুর রহমান রিপন, আবদুর রাজ্জাক, হুমায়ুন কবির, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম আতিক, ফায়জুল হক, সপ্তবর্ণ পাঠাগার সভাপতি রুবেল সরদার প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের গত ১০ সেপ্টেম্বর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিরুদ্ধে মাঠে একছত্র দাপট দেখিয়ে ৬-০ গোলে জয় তুলে নিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় রহমতপুর ইউনিয়ন একাদশ দল। জাতীয় গোল্ডকাপে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ টিম নির্বাচন করে পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে নকআউট পদ্ধতিতে ফাইনালসহ মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। #

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন