১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ‘বাসর’ শেষে পালালেন বর, খুঁজতে গিয়ে হাতুড়িপেটায় হাসপাতালে নববধূ বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছায সিক্ত মেনন বিদেশি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ভিসি বরিশালে হাসপাতালের প্রিজনসেলে আসামি খুনের ঘটনায় হত্যা মামলা প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন মঠবাড়িয়ায় প্রাণিসম্পদের সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত উজিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন করেন রাশেদ খান মেনন এমপি কেন্দ্রের নির্দেশনা অমান্য করে পছন্দের প্রাথীর পক্ষে প্রচারে নেমেছেন স্থানীয় এমপি আসম ফিরোজ

বাবুগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ০৯ আগস্ট ২০২০

আরিফ আহমেদ মুন্না বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এসময় বঙ্গমাতা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় গতকাল উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক এবং বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কর্মময় দিনগুলোর ওপর স্মৃতিচারণ করে অনুষ্ঠিত ওই আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত উপজেলার ৬ জন অসহায়-দুঃস্থ নারীকে ৬টি সিঙ্গার সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় উপজেলা মহিলা সংস্থাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। #

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন