১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে বিজয় উৎসবে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ১৭ ডিসেম্বর ২০১৮

বাবুগঞ্জে বিজয় উৎসবে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি

✪ আরিফ আহমেদ মুন্না ॥
মহান বিজয় দিবস উপলক্ষে বাবুগঞ্জে উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে নানা বর্ণিল কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা স্টেডিয়াম মাঠে প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন শেষে আকাশে আনুষ্ঠানিকভাবে পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সভাপতিত্বে দিনভর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ মো. টিপু সুলতান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতির সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন বেইজ কমান্ডার বীর প্রতীক রত্তন আলী শরীফ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমান সিকদার, বিআরডিবি চেয়ারম্যান খালেদা ওহাব, বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, বিমানবন্দর থানার ওসি এইচ.এম আব্দুর রহমান মুকুল, জাতীয় পার্টির সভাপতি মাকিতুর রহমান কিসলু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান সিকদার, যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাভলু, ওয়ার্কার্স পার্টির নেতা শাহিন হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহজাহান মানিক, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাদল সিকদার, প্রধান শিক্ষক মোক্তার হোসেন, মাসুদ আহমেদ খান প্রমুখ।

এদিকে রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কলেজ গেটে বিজয় র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন