১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
উজিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন করেন রাশেদ খান মেনন এমপি কেন্দ্রের নির্দেশনা অমান্য করে পছন্দের প্রাথীর পক্ষে প্রচারে নেমেছেন স্থানীয় এমপি আসম ফিরোজ ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ২ জনকে আসামী করে মামলা ঝালকাঠিতে ট্রাক দুর্ঘটনাস্থল পরিদর্শনে আমির হোসেন আমু ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ২ মেয়ে ও ২ নাতিকে হারিয়ে পাগল প্রায় বৃদ্ধ বরিশালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পটুয়াখালীতে অতিরিক্ত যাত্রী বহনে জরিমানা করায় ২ ঘন্টা সড়ক অবরোধ! বরগুনায় ছাত্রলীগ নেতার পর এবার আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা

বাবুগঞ্জে মুক্তিযোদ্ধা ফজলুল হক হাওলাদারের মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান ও ইফতার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৪ অপরাহ্ণ, ২২ মে ২০১৯

বাবুগঞ্জে মুক্তিযোদ্ধা ফজলুল হক হাওলাদারের মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান ও ইফতার

✪ আরিফ আহমেদ মুন্না ॥
বাবুগঞ্জে আওয়ামী লীগের অন্যতম সংগঠক ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক শিক্ষক ও চাঁদপাশা ইউপির প্রাক্তন চেয়ারম্যান ফজলুল হক হাওলাদারের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাঁদপাশা ইউনিয়নে তার গ্রামের বাড়িতে তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় ওই দোয়ানুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করেন মরহুমের বড়ছেলে বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, জাহাঙ্গীরনগর ইউপির সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, জাতীয় পার্টির উপজেলা সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান সিকদার, সম্পাদক মাসুদ আহমেদ খান, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, সম্পাদক রোকনুজ্জামান সোহাগ, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ মোল্লা, সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মাহবুবুল আলম মাসুম মৃধা, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক হাফিজ আহমেদ স্বপন সরদার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আব্দুর রব বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু, শ্রমিকলীগ সম্পাদক তাওহীদ হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, ছাত্রলীগ নেতা ফায়জুল হক প্রমুখ।

উল্লেখ্য, বাবুগঞ্জে আওয়ামী লীগের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হাওলাদার বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্ণাঢ্য জীবদ্দশায় ফজলুল হক হাওলাদার শিক্ষকতা পেশায়ও কাজ করেছেন। এছাড়াও বঙ্গবন্ধু সরকারের সময়ে তিনি চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার বড়ছেলে ইকবাল আহমেদ আজাদ বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং বর্তমানে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান। এছাড়াও তার বড় জামাতা বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাবুগঞ্জে আওয়ামী লীগ সুসংগঠিত ও আজকের শক্তিশালী অবস্থানে আসার পেছনে তার অসামান্য অবদান রয়েছে। আজীবন সংগ্রামী ও প্রতিবাদী মানুষ হিসেবে সুপরিচিত মুক্তিযোদ্ধা ফজলুল হক হাওলাদার ২০১৬ সালের ২১ মে হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে ইন্তেকাল করেন। #

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন