২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০১৮

বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
“মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান”

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৮ উপলক্ষে বাবুগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বক্তারা। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য তুলে ধরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনিসুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ আলম বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম, সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম লুনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিথীকা সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীরু শামসুন্নাহার, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক সাদিকুর রহমান সুরুজ প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপনসহ বক্তারা, শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদানের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোনো দেশবিরোধী অপশক্তি ক্ষমতায় আসতে না পারে সেজন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। #

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন