২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহের বর্ণাঢ্য পুরস্কার বিতরণী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৩ অপরাহ্ণ, ১৭ জুলাই ২০১৯

✪ আরিফ আহমেদ মুন্না ॥ বাবুগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বুধবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।

সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহীন, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার বাড়ৈ, খানপুরা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আ.জ.ম শামসুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইসরাত জাহান নীনা, কানিজ ফাতেমা, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত শিক্ষা অপূর্ণ। শুধু মেধা আর জিপিএ-৫ কখনো দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না যদি সেই শিক্ষার মাঝে নীতি-নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সুশিক্ষা না থাকে।’

অনুষ্ঠানে এসময় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থী ছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী ৫৭ জনসহ মোট ৬৯ জন পুরস্কার বিজয়ীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল এবং বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। #

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন