২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাবুগঞ্জে স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নে অ্যাডভোকেসি সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৯ অপরাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০১৯

বাবুগঞ্জে স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নে অ্যাডভোকেসি সভা

✪ আরিফ আহমেদ মুন্না ॥ শিশু-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষাসহ সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে বাবুগঞ্জে জিও-এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সেইন্ট-বাংলাদেশের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল।

উপজেলা নাগরিক অধিকার কমিটির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান খালেদা ওহাবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, উপজেলা নাগরিক অধিকার কমিটির সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না এবং মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার।

সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সহকারী মাজেদা আক্তার মুক্তা ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মাসুদ আহমেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম আতিক প্রমুখ।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহায়তায় অনুষ্ঠিত ওই অ্যাডভোকেসি সভায় শিশু-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক সার্বিক চিত্রের তথ্য প্রদর্শনী উপস্থাপন করেন সংস্থার প্রতিনিধি উৎকলিত রহমান। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন জিও-এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উন্মুক্ত আলোচনায় অংশ নেন। #

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন