২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের শাহাদতবার্ষিকী পালন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৪ পূর্বাহ্ণ, ১৬ আগস্ট ২০২০

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমীনুল ইসলাম।

শোকমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান ও যুদ্ধকালীন বেইজ কমান্ডার বীর প্রতীক রতন আলী শরীফ।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিবের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে এসময় আরও বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, শাহে আলম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান, আবদুল মান্নান মাস্টার, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি, সাংগঠনিক সম্পাদক মৃধা আকতারুজ্জামান মিলন, ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, জাতীয় পার্টির সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, শ্রমিকলীগ সম্পাদক তাওহীদ হোসেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম কিবরিয়া, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক এবং বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে শিশু একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে ১২ জন বেকার যুবক-যুবতীদের মাঝে ঋণ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালসহ ইউএনও এবং ভাইস চেয়ারম্যানদ্বয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, শিশু একাডেমি কর্মকর্তা ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম লুনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৫ আগস্ট কালরাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম অধ্যক্ষ মাওলানা আ.জ.ম সামসুল আলম।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন