২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাবুগঞ্জ থানা পুলিশের র‌্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০২ পূর্বাহ্ণ, ৩১ জুলাই ২০২০

আরিফ আহমেদ মুন্না  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসময় একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাবুগঞ্জ থানার কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে কয়েকটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে ওই বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ।

এসময় বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মৃধা আকতারুজ্জামান মিলন, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাহজাহান খান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, মাসিক আলোকিত বাবুগঞ্জ পত্রিকার সম্পাদক সাইফুল রহিম ছাড়াও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ প্রসঙ্গে বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘বাবুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে থানা কম্পাউন্ডসহ বিভিন্ন স্থানে ৫ শতাধিক চারা রোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বরিশালের রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সবুজ বরিশাল বিনির্মাণে কাজ শুরু করেছি আমরা।’

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। গত ১৬ জুলাই গণভবন প্রাঙ্গনে নিজ হাতে তিনটি ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির চারা রোপণের মাধ্যমে সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন