২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বামনায় ভূমিহীনদের মাঝে গৃহের চাবি ও দলিল হস্তান্তর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২৭ অপরাহ্ণ, ২২ মার্চ ২০২৩

বামনায় ভূমিহীনদের মাঝে গৃহের চাবি ও দলিল হস্তান্তর

বামনা প্রতিনিধি:: একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সারাদেশের ন্যায় বরগুনার বামনা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক চতুর্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আজ বুধবার ২২ মার্চ বেলা ১১ টায়।

বামনা উপজেলায় ৯২ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন।এ সময় উপস্থিত ছিলেন- বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, বামনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এ্যাডভোকেট হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রুমি খানমসহ বামনা উপজেলা সকল পর্যায়ের কর্মচারী কর্মকর্তা, মুক্তিযোদ্বাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

এছাড়া গৃহহীন পরিবারের সদস্য ও আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন