২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৪০ অপরাহ্ণ, ০২ জুন ২০২০

নিজস্ব প্রতিবেদক :: বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের আশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী দুলাল মুজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট লীগের সভাপতি জিতেন্দ্র নাথ বায়, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, লকডাউনের প্রভাবে এমনিতেই জনগণ আর্থিক সংকটে পড়েছে। একদিকে মানুষের উপার্জন বন্ধ, অপরদিকে যানবাহনে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। বক্তারা বাস ভাড়া কমানোর দাবি জানান।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন