২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বিআইটিআইডির ল্যাব প্রধান করোনায় আক্রান্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫১ অপরাহ্ণ, ২৭ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: চট্টগ্রামে যার নেতৃত্বে শত শত করোনা রোগীর নমুনা পরীক্ষা হচ্ছিল আর যার স্বাক্ষরেই রিপোর্ট পজেটিভ না নেগেটিভ তা চূড়ান্ত হচ্ছে; অবশেষ তিনি নিজেই করোনায় আক্রান্ত হলেন। আর অন্যদের মত নিজের করোনার পজেটিভ রিপোর্টে নিজেই স্বাক্ষর করেছেন।

তিনি চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ। মঙ্গলবার বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তিনি গত ২৫ মার্চ থেকে চট্টগ্রামের করোনা রোগীদের নমুনা পরীক্ষার টিমে নেতৃত্ব দিচ্ছিলেন।

৩২ বছর ধরে চিকিৎসা গবেষণা নিয়ে কাজ করা ডা. শাকিল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, দৈনিক দুইশ থেকে তিনশ মানুষের নমুনা টেস্ট করছে তার টিম। তবে অনেক সর্তকতা অবলম্বন করায় তাদের এখনো কনোনায় কাবু করতে পারেনি। কিন্তু অবশেষে তিনি নিজেও করোনায় আক্রান্ত হলেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন