২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বিজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ৩০

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৫ অপরাহ্ণ, ২২ জুন ২০২১

বিজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ৩০

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি >> ভোলার চরফ্যাসনের চরকলমী ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী আবুল বাশার বাচ্চু হাওলাদারের কর্মী সর্মকদের হামলায় বিজয়ী মেম্বার প্রার্থী মুজিবুর রহমান মেম্বারের ৩০ কর্মী আহত হয়েছেন। হামলায় আক্রান্তদের রক্ষায় এগিয়ে গেলে হামলাকারীরা স্থানীয় গ্রামপুলিশ জাকির হোসেনকেও পিটিয়ে আহত করে। হামলায় গুরুতর আহত গ্রাম পুলিশ জাকির হোসন, মো.ফোরকান, আলম মুন্সী ও মো. শাকিলকে স্বজনরা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে রাতেই চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। সোমবার ভোটের ফলাফল ঘোষণার পর রাতে ৩নং ওয়ার্ডের ভোটকেন্দ্রের পাশের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। এটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

আহত ফোরকান জানান, সোমবার ভোটের ফলাফল ঘোষণার পর পরাজিত মেম্বার প্রার্থী আবুল বাশার বাচ্চু হাওলাদারের কর্মী-সমর্থকরা অস্ত্র সজ্জিত হয়ে বিজয়ী প্রার্থী মুজিবুর রহমান কর্মী-সমর্থকদের ওপর হামলা করে। হামলায় গ্রামপুলিশ জাকির হোসেন, ফোরকান, আলী মুন্সি ও শাকিল আহত হন। আহতদের মধ্যে তার (ফোরকানের) বাঁহাত ভেঙ্গে দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশের স্ট্যাকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে এবং আহতদের উদ্ধার করে। গুরুত আহত ৫ জনকে আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতেদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিজয়ী প্রার্থী মুজিবর রহমান জানান,আমার কর্মীরা বিজয় মিছিল বের করলে প্রতিপক্ষ পরজিত প্রার্থী আবুল বাশার বাচ্চু হাওলাদারের কর্মী-সমর্থকরা অস্ত্র সজ্জিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে পরাজিত মেম্বার প্রার্থী আবুল বাশার বাচ্চু হাওলাদার হামলার বিষয় অস্বীকার করেন জানান, সেখানে কোন হামলার ঘটনা ঘটেনি।

শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের স্ট্যাকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন