২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বিপন্ন বেড়িবাঁধ পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৬ অপরাহ্ণ, ১৮ জুন ২০২১

বিপন্ন বেড়িবাঁধ পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বিনয় কর্মকার, গলাচিপা >> পটুয়াখালীর গলাচিপায় শুক্রবার সকাল ৯টায় বিপন্ন বেড়িবাঁধ পরিদর্শনে আসেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। অসংখ্য নদী বিধৌত দক্ষিণ জনপদের নদীসমূহে এলোমেলো ডুবোচরে ক্ষতিগ্রস্ত দুই তীরের জনপদ ও নদী শাসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করেন। এসময় তাঁর সফর সঙ্গী ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

শুক্রবার সকাল ৯টায় গলাচিপা লঞ্চঘাট এলাকা পরিদর্শন শেষে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষেই সরকার ব-দ্বীপ পরিকল্পণা গ্রহণ করেছে। ব-দ্বীপ পরিকল্পণা বাস্তবায়ন হলে নদীভাঙন সমস্যা থাকবেনা। প্রধানমন্ত্রীর উদ্দেশই হলো দক্ষিণ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। সে কারণে বর্তমান সরকার এ এলাকায় পায়রা সমুদ্র বন্দর, ইপিজেড, ব্রিজ স্থাপন করেন। এ ছাড়াও রাস্তা-ঘাট, কালভার্ট ও বিভিন্ন স্থাপনার ব্যাপক উন্নয়ন হয়েছে।

এরপর মন্ত্রী বোয়ালিয়া সুইচগেট, পানপট্টি লঞ্চঘাট ও বদনাতলী লঞ্চঘাট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মো. আব্দুল মতিন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা গত ১৬ জুন বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় ‘আর কোন দাবী নাই, ত্রাণ চাইনা বাঁধ চাই’ লেখা প্লাকার্ড গলায় ঝুলিয়ে উপকূলের মানুষের দাবি তুলে ধরে বক্তব্য দেন। এর দুই দিনের মাথায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসএম শাহজাদাকে সঙ্গে নিয়েই তার নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ আসনের গলাচিপা ও দশমিনা এলাকায় আসেন বেড়িবাঁধ পরিদর্শন করেন।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন