২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বিপিএল: সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলবেন সাকিব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪০ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০২১

বিপিএল: সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> আগে থেকেই জানা, স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাতে আজ ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যাবেন সাকিব। আজ বুধবার সন্ধ্যা ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমেরিকা পাড়ি জমিয়েছেন সাকিব। কিন্তু যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে সাকিব জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে এবারের বিপিএলে তার দল বরিশাল।

এ সম্পর্কে সাকিবের কথা, ‘এখন পর্যন্ত আসলে বরিশালের সঙ্গে কথা হয়ে আছে। সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলবো।’

সবার জানা, তিনি আছেন ছুটিতে। পারিবারিক ব্যস্ততার কথা বলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে গত দুই সপ্তাহ দেশে বেশ কিছু ব্যক্তিগত কাজও সম্পন্ন করেছেন সাকিব।

একাধিক বিজ্ঞাপনের শুটিং শেষ করার পাশাপাশি ব্যাংকিংয়ে জড়িত হবার কাজও শুরু করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাসপেন্সনমুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি বছর কাটিয়ে দিলেন।

কেমন কাটলো ২০২১ সাল? সাকিবের ছোট্ট জবাব, ‘হতাশাজনক।’ কারণ ব্যাখ্যা করে বলেন, একটা বড় ইভেন্ট ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আমাদের বড় একটি টার্গেট ছিল। সেটা ফুলফিল করতে পারিনি। সেদিক থেকে হতাশ।’

এই না পারা কী নতুন বছরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে? সাকিবের আত্মবিশ্বাসী সংলাপ, ‘বাট এরকম এর আগেও হয়েছিল। যারপর আমরা ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। আশা করছি নতুন বছরে আমরা যেন ভালোভাবে কামব্যাক করতে পারি এবং নিজেদের আরো ইম্প্রুভ করতে পারি।’

কোথায় উন্নতি দরকার? সাকিবের উপলব্ধি, ‘সব জায়গায় উন্নতি দরকার। খেলার সময়ও ইম্প্রুভমেন্ট দরকার আছে। আবার খেলা ছাড়াও ইম্প্রুভমেন্ট দরকার আছে। চেষ্টা থাকবে যে যে জায়গাগুলো চিহ্নিত করা যায়, একসাথে সবাই বসে সে সব জায়গায় যেন ইম্প্রুভ করা যায়।’

নিউজিল্যান্ড সিরিজে ব্যাটারদের জন্য পরামর্শ দিতে বলা হলে সাকিব বলেন, ‘ওখানে (নিউজিল্যান্ডে) ব্যাটিংটা আসলে খুবই ভালো করা যায়। শেষ টাইমে অনেকেই একশ করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই একশ করেছিলণ। ওখানে আসলে রান করা যায়। ওই বিশ্বাসটা যেন সবাই রাখে।’

সামনে আন্তর্জাতিক সিরিজ আছে, আপনি থাকবেন? সাকিবের জবাব, না থাকার কোনো কারণ আছে?

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন